EPF advance claim : প্রথমে আপনাকে ইপিএফের অফিসিয়াল এই ওয়েবসাইটে যেতে হবে । (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/)
তারপর এখানে আপনাকে UAN নাম্বার এবং পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে । যদি আপনাদের UAN নাম্বার এবং পাসওয়ার্ড না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ডটি গিয়ে আপনাকে আধার কার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড জেনারেট করতে হবে ।পাসওয়ার্ড এন্ট্রি করার পর সাইন ইন এ ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপি এইখানে ফিলাপ করতে হবে।
ওটিপি এন্টার করে সাবমিট করলে আপনার পিএফ একাউন্ট খুলে যাবে। তারপরে আপনাকে ম্যানেজ option এ গিয়ে KYC অপশনে ক্লিক করে আপনার পিএফ এর সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টটি লিংক আছে সেটি দেখে নিতে হবে।
তারপর আপনাকে অনলাইন সার্ভিস অপশনে গিয়ে ক্লেম অপশনে যেতে হবে। সেখানে আপনাকে পিএফ একাউন্টের সাথে যে ব্যাংকটি লিংক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে।
একাউন্ট ভেরিফাই হয়ে গেলে একটা ডিক্লারেশন আসবে যেখানে আপনাকে এগ্রি করে ইয়েস করে নিতে হবে। তারপর আপনার সামনে প্রসিট ফর অনলাইন ক্লেম অফসান চলে আসবে এবং সেটা ক্লিক করতে হবে। তারপর অপশন থেকে পিএফ এডভান্স অপশনটি ক্লিক করতে হবে। তারপর একটা ফর্ম ওপেন হবে যেখানে আপনার আপনার সার্ভিস নির্ণয় করতে হবে (COMPANY NAME) এবং কি পারপাসে পিএফ অ্যাডভান্স চান সেটা নির্ণয় করতে হবে এবং সমস্ত ডিটেলস ফিলাপ করতে হবে।কত টাকা নেবেন তার পরিমাণ লিখতে হবে।
সমস্ত ডিটেলস ফিলাপ করার হয়ে গেলে আপনাকে গেট আধার ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে এবং আপনার ফোনে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপি এখানে এন্ট্রি করে ভ্যালিড ওটিপি এবং সাবমিট ক্লেম অপশনে ক্লিক করতে হবে ।
করার পরেই আপনার ক্লেমটি সাবমিট হয়ে যাবে এবং 10 থেকে 15 দিনের মধ্যে আপনার একাউন্টে টাকা চলে আসবে।
আরো পড়ুন Chia seeds in Bengali : স্বাস্থ্য কারী উপকারিতায় এবং ব্যবহার পদ্ধতি l