Gold Price নাগালের বাইরে l অস্ততির কারণ আমেরিকা ও চীনের শুল্ক যুদ্ধ

Gold

 

Gold Price:  সোনার দাম সর্বকালের রেকর্ড ভেঙ্গে আজ সব থেকে বেশি হলো l আজ শনিবার জাতীয় বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার (24cr) দাম বেড়ে দাঁড়ালো ৯৫৬৭০ টাকা এবং প্রতি ১০ গ্রাম হলমার্ক গয়না সোনার (22cr) দাম বেড়ে দাঁড়ালো ৮৯৫০০ l

বিশ্লেষকদের অনুমান আমেরিকা এবং চীনের শুল্ক যুদ্ধ এবং বাণিজ্যিক টানাপোড়ন উত্তেজনার কারণে বিভিন্ন লোকেরা সোনাকে এখন সব থেকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছে l যার কারণে বাজারে সোনার চাহিদা বেড়ে গিয়ে সোনার দাম সমস্ত রেকর্ড ছাড়িয়ে সর্বকালের শীর্ষে পৌঁছেছে l যার ফলস্বরূপ স্বরূপ দেশীয় বাজারে ও সোনার দাম ক্রমশ বেড়ে যাচ্ছে l

Gold price graph

রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক বাজারে প্রতিআউন সোনার দাম বেড়ে হয়েছে ৩২৩৭ ডলার আজ অব্দি সর্বোচ্চ l পরবর্তীতে অবশ্য এই দাম একটু কমেছে l এর সাথে তাল দিয়ে এশিয়ার বাজারেও সর্বোচ্চ সোনার দাম প্রতি আংশ বেড়ে হয়েছে ৩২৪৯ ডলার l

শুল্ক যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক সোনার দাম ক্রামোশ বাড়তে আছে l কমিক্স সোনা প্রায় ২% বেড়েছে l বুধবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি দ্রব্যের ওপর যে ১২৫% অব্দি সুল্ক জারি করেছিল তার ওপর ৯০ দিনের বিরতি ঘোষণা করেছে l যা স্টক মার্কেটে কিছুটা স্বস্তি এনে দিলেও সোনার দামে এর কোন প্রতিক্রিয়া পড়ছে না l বড় বড় লোক নিকারী সংস্থা সোনার ওপর বিনিয়োগ করছে এবং খুচরো বিক্রেতা দের অসংখ্য চাহিদার কারণে এর কারণে সোনার দাম আকাশছোঁয়া হলো l আর্থিক বাজারে এই অনিশ্চিত এবং উদ্বোগের কারণে ভবিষ্যতে সোনার দাম আরো বাড়ার আশঙ্কা আছে l

সোনার দাম আরও বিস্তারিত জানুন

আরও পড়ুন-Sea Buckthorn health benefits স্বাস্থ্যকর অজানা এক বেরি

Leave a Comment