Maruti Fronx কত টাকা খরচা করলে আপনি এই গাড়ি কিনতে পারবেন?

MARUTI FRONX

Maruti Fronx: বর্তমান সময়ে মারুতি তরফ থেকে অন্যতম আকর্ষণীয় SUV গাড়ি হচ্ছে Maruti Suzuki Fronx। মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে মারুতি সুজুকি কোম্পানির গাড়িগুলি সবসময় প্রথম পছন্দ হয়ে থাকে। মারুতি কোম্পানির গাড়ি গুলি খুব আকর্ষণীয় দামের হয় এবং সব রকম আধুনিক ফিচারস থাকে যার কারণে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে এই গাড়ির মডেল গুলি খুবই জনপ্রিয়। এইরকমই Fronx তারই একটি আধুনিক এবং স্টাইলিশ উদাহরণ l

বর্তমান ভারতীয় গাড়ি বাজারে মারুতি সুজুকি ফ্রনক্স গাড়িটি অনেকটা বাজার দখল করেছে l কোম্পানি গাড়ির দাম আড়াই হাজার টাকা বাড়িয়েছিল তাতে গাড়ির বিক্রিতে কোনরকম প্রভাব ফেলতে পারেনি l বর্তমান বাজারে এই গাড়ির প্রারম্ভিক মূল্য ৭ লক্ষ ৬০ হাজার টাকা l কিন্তু আপনি কিছু পরিমাণ টাকা ডাউনপেমেন্ট করে ব্যাংকের লোনের মাধ্যমে কিস্তিতে এই গাড়ি অনায়াসে কিনতে পারবেন । এই গাড়ির সবচেয়ে টপ মডেলের নাম আলফা টার্বো (পেট্রোল) যার বর্তমান বাজার মূল্য ১৩ লক্ষ ১৫ হাজার টাকা এটি কিনতে হলে আপনাকে ২ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাকিটা ব্যাংকের মাধ্যমে লোন পেয়ে যাবেন l

গাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট জমা দেওয়ার পরে ব্যাংকের থেকে সাধারণত 9.8% সুদের হারে আপনি ঋণ পেয়ে যেতে পারেন । বিভিন্ন ব্যাংকে এই সুদের পরিমাণ কিছুটা উঠানামা করে । যদি আপনি পাঁচ বছরের জন্য লোন নিয়ে এই গাড়ির লোন শোধ করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে ২৩৫০০ টাকা করে ব্যাংকে ইএমআই জমা দিতে হবে l

MARUTI FRONX

ডিজাইন এবং ফিচারস: এই গাড়ি বাইরে থেকে দেখতে খুবই আকর্ষণীয়, এর ডিজাইন অত্যন্ত আধুনিক এবং প্রিমিয়াম লুক দেয় । গাড়ির সামনে সুন্দর ক্রোম ফিনিশের গ্রিল পেয়ে যাবেন এবং এলইডি ডিআরএল হেডলাইট থাকায় গাড়িটির সামনের লুক খুবই আকর্ষণীয় ।

Fronx গাড়িতে সাধারণত দুটি ইঞ্জিন অপশন থাকে, একটি হচ্ছে ১.২ লিটার ডুয়েল জেট পেট্রোল ইঞ্জিন এবং অপরটি ১ লিটার বুঝতে টার্গো পেট্রোল ইঞ্জিন। গাড়িটির মধ্যে ৯ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, মোবাইল ফোন চার্জ করার জন্য ওয়্যারলেস চার্জারও দেওয়া হয়েছে। এছাড়াও গাড়ির মধ্যে ৩৬০ ডিগ্রী ক্যামেরা, হেড-আপ ডিসপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ৬ টি এয়ার ব্যাক সহ সবরকম আধুনিক ফিচারস আছে।

এত আধুনিক এবং এত রকম ফিচার্স থাকার সত্বেও গাড়ির মাইলেজে কোনরকম কমতি পাওয়া যায় না। গাড়িটি প্রায় ২০-২২ কিমি / লিটার মাইলেজ দেয় ।

আপনার যদি গাড়ি কেনার কোন ফলিকল্পনা থাকে তাহলে মারুতি সুজুকি fronx আপনার জন্য একটি অন্যতম অপশন হতে পারে । গাড়িটি প্রিমিয়াম লুক আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তার খুবি সঠিক সংমিশ্রণ ।

Maruti suzuki fronx গাড়ি সম্বন্ধে আরো জানুন 

আরো পড়ুন Chia seeds in Bengali : স্বাস্থ্য কারী উপকারিতায় এবং ব্যবহার পদ্ধতি l

Leave a Comment